কুমিল্লা লালমাই উপজেলায় ভুয়া চিকিৎসককে অর্থদন্ড

সিটিভি নিউজ।।    খন্দকার দেলোয়ার হোসেনঃ সংবাদদাতা জানান ==
কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভুশ্চি বাজারের ব্যবসায়ী তৈয়ব আলীকে ডাক্তার না হয়েও ডাক্তার লিখে সেবার নামে রোগীদের সাথে প্রতারনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার দুপুরে লালমাই উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই দন্ডাদেশ দেন।
এছাড়া বিভিন্ন অভিযোগে মাহমুদুল হাসান (চেঙ্গাহাটা) কে ২ হাজার টাকা, নিমাই সাহা (ভোরা) কে ২ হাজার টাকা, আরমান (মনোহরপুর) কে ১ হাজার টাকা ও মহিন (ধনপুর) কে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
লালমাই উপজেলার সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা বলেন, ভুশ্চি বাজারে তৈয়ব আলী নামের একজন ভুয়া চিকিৎসক কে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছি। তিনি দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে সেবার নামে প্রতারনা করে আসছে।

সংবাদ প্রকাশঃ  ১৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ