কুমিল্লা রেলওয়ে স্কুলে বই উৎসব, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

গত রবিবার (১ জানুয়ারী) রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা।

সিটিভি নিউজ।।  এম .এইচ মনির   নিজস্ব প্রতিবেদক  জানান ===== ‍
কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। রবিবার (১ জানুয়ারী) রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা। এ সময় কমিটির সদস্যসহ অভিভাবকবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা রেলওয়ে হাইস্কুলের বিদ্যুৎসাহী সদস্য মো. শহিদুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু নরেন্দ্র চন্দ্র,অভিভাবক সদস্য হাজী জহিরুল ইসলাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিম বেগম । স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কানিজ ফাতেমা বলেন, ২০৪১ সালের স্মাট বাংলাদেশ গড়তে কাজ বর্তমান সরকার। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকেরও স্মার্ট করে গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষকদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সচেষ্ট হতে হবে।

সংবাদ প্রকাশঃ ০২০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email