কুমিল্লা মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের আয়োজনে ইফতার 

সিটিভি নিউজ।।   মোঃ আবদুল আউয়াল সরকার,  কুমিল্লা জেলা প্রতিনিধি:
মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ হলো সেই ব্যক্তি যে রক্ত ও শরীরের বিভিন্ন ফ্লুয়িডের পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে থাকে। চিকিৎসকরা যদি চিকিৎসা বিজ্ঞানের হৃৎপিন্ড হয়ে থাকে তবে তার চোখ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা।
কুমিল্লা মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় জমজম টাওয়ারে
গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কে,এ মান্নান, কুমিল্লা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক রোটা:রইস আবদুর রব।
সংগঠনের সভাপতি কাজী আব্দুল আউয়াল এর
সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শাহিন এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,মোঃ আবদুল খালেক,নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।
এছাড়া উক্ত ইফতার মাহফিলে জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তথেকে মেডিকেল টেকনোলজিস্টগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,
একজন রোগীর চিকিৎসার শুরুই হয় মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে।যে কোন
 মহামারী রোগের কারণ খুঁজে বের করার প্রধান কারিগর। একজন ডাক্তারের চিকিৎসার  অন্যতম সহযোগী।
নিজে সংক্রমিত হবে জেনেও যে কোন সংক্রামক রোগীর স্যাম্পল কালেকশন করেন।
সঠিক রিপোর্ট তৈরী করেন যা দেয়ার পর রোগীর কার্যকরী চিকিৎসা শুরু হয়।
সর্বোপরি একজন টেকনোলজিস্ট রোগী সুস্থ না হওয়া পর্যন্ত রোগ নির্ণয়ের মাধ্যমে সেবায় নিয়োজিত থাকে।
সভায় সকলের সম্মতিক্রমে প্রদীপ চন্দ্র দাসকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেন সাধারন সম্পাদক ও জহিরুল ইসলাম শাহিনকে প্রচার সম্পাদক

করে আগামী ০৩ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়।সংবাদ প্রকাশঃ ১২০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ