কুমিল্লা মহানগরীতে জলাবদ্ধতা, সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, জনজীবন নেমে এসেছে দুর্ভোগ

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান ===
কুমিল্লা মহানগরীতে জলাবদ্ধতা, সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
কুমিল্লায় দুই ঘণ্টায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা চলতি মৌসুমে কুমিল্লায় সর্বোচ্চ।
গতকাল (৩০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া রাত ১০টায়  এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত দুই ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর জনজীবন।
নগরী ঘুরে দেখা গেছে, দুই ঘণ্টার বৃষ্টিতে চকবাজার, ছাতিপট্টি, লাকসাম রোড, নজরুল অ্যাভিনিউ, রেসকোর্স, দক্ষিণ চর্থা, ঠাকুরপাড়া ও রামমালা সড়কসহ নগরীর বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টিতে তলিয়ে গেছে।
এছাড়া শহর ও শহরতলীর শত শত ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে পানি ঢুকেছে। এতে নগরীর জনজীবন নেমে এসেছে দুর্ভোগ।
মজিবুর রহমান নামে নগরীর এক বাসিন্দা জানান, কুমিল্লার মেয়রের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর যন্ত্রণা বেড়ে যায়।
রেসকোর্স এলাকার এক ব্যবসায়ী জানান, লকডাউনে দোকান বন্ধ ছিল। বৃষ্টির পর দোকানে এসে দেখি পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রেসকোর্স এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া গোমতী টাইমসকে জানান, কুমিল্লায় অতি ভারী বর্ষণ হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে মাঝারি ও ভারি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সংবাদ প্রকাশঃ  ০১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ