কুমিল্লা বিবির বাজার কোয়ারে ণ্টাইন প্রতিষ্ঠার ৫ বছরেও চালু হয়নি

সিটিভি নিউজ।।      খন্দকার দেলোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি ===
কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দরের প্রানী সম্পদ অধিদপ্তরের তৈরী কোয়ারেন্টাইন সেন্টারটি প্রতিষ্ঠার ৫ বছরেও চালু হয়নি। ফলে প্রতিষ্ঠানটির ভিতর থাকা মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা করছে দায়িত্বশীল সুত্র। বিবিরবাজার স্থল বন্দরের সিএন্ড এফ সুত্র জানায়, পাশ্ববর্তী ভারত থেকে নিত্য পণ্যর পাশাপাশি গবাদি পশু, মুরগী,মুরগীর মাংস,গবাদি পশুর খাদ্য,ডিম,ডেইরির কাঁচামাল স্বাস্থ্য সম্মত,রোগপ্রতিরোধ এবং মাননিয়ন্ত্রনের লক্ষ্যে প্রানী সম্পদ অধিদপ্তর ২০১৬ সালে এই কোয়ারে ন্টাইন সেন্টারটি প্রতিষ্ঠা করে। এসময় কোয়ারেন্টাইটি পরিচালনার জন্য যাবতীয় যন্ত্রপাতিও আনা হয়েছিল। দ্বিতল ভবনটির নীচ তলায় কোয়ারেন্টাইন সেন্টার এবং দ্বিতীয় তলায় ডরমেটরী রয়েছে। বর্তমানে যেটাতে দু’জন কর্মচারী পরিবার নিয়ে বসবাস করছেন। সেন্টারটি নির্মান কাজ শুরু হলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এসময় ব্যবসায়ীরা সেন্টারটি চালু হলে আমদানীকৃত গবাদি পশু,মুরগীর রোগ নির্ণয় , মুরগীর মাংস ,ডিম, পোল্ট্রি ফিডে ভেজাল সনাক্ত করণসহ অন্যান্য পরামর্শ পাবেন বলে ধারনা করেছিল। কিন্তু দীর্ঘ ৫ বছরেও চালু না হওয়ায় একদিকে যেমন ব্যবসায়ীরা হতাশ তেমনি অন্যদিকে দীর্ঘদিন ধরে মেশিনগুলো অববহৃতভাবে পড়ে থাকায় এসবের গুনাগুণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। দায়িত্বশীল একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, যে কোন জিনিসপত্রের একটা স্থায়িত্বকাল থাকে। কোয়ারেন্টাইটি পরিচালনার জন্যও যে যন্ত্রপাতিগুলো আনা হয়েছে সেগুলোরও একটা মেয়াদ রয়েছে। কোন ব্যবহার ছাড়াই ৫ বছর এভাবে পড়ে থাকায় এসব যন্ত্রগুলো কতটুকু ভালো রয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কুমিল্লা প্রানী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান,জনবল সঙ্কটের কারনে এটি চালু করা সম্ভব হচ্ছেনা। তবে এটা দেখভালোর জন্য দু’জন কর্মচারী রয়েছেন। যারা ডরমেটরীতে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি আরো বলেন,যন্ত্রপাতি নষ্ট হওয়ার কোন সুযোগ নাই,যেহেতু এগুলো প্যাকেটজাত অবস্থায় রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ৪-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ