কুমিল্লা বাঁচাও মঞ্চ।।কুমিল্লার উন্নয়নে ৯ দফা বাস্তবায়নের দাবী তে সমাবেশ

সিটিভি নিউজ।।     – শ্যামল বড়ুয়া ববি সংবাদদাতা জানান ===
অরাজনৈতিক সংগঠন, কুমিল্লা বাঁচাও মঞ্চ এর আয়োজনে কুমিল্লার উন্নয়নে কিছু দাবী বাস্তবায়নের প্রস্তাব ও ইফতার মাহফিল ১৭ এপ্রিল  অনুষ্ঠিত হয় জমজম টাওয়ারের গোল্ডেন স্পুন মিলনায়তনে।
এবছরের রমজান মাসে এটি ২য় বারের মতো আয়োজন,কুমিল্লা শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের বিশিষ্টজনদের সৌজন্যে এই অনুষ্ঠান, গত ৮ এপ্রিল হোটেল নূরজাহান মিলনায়তনে এবছরের ১ম ইফতার, দোয়া মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা বাঁচাও মঞ্চ এর সভাপতি জহিরুল হক দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,কুমিল্লা বাঁচাও মঞ্চ এর প্রধান উপদেষ্টা হাজি মনিরুল হক চৌধুরী ।
কুমিল্লা বাঁচাও মঞ্চ এর সাধারণ সম্পাদক ওবায়েদুল কবির মোহন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চ এর সহ সভাপতি অধুনা থিয়েটারের সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল হক স্বপন, কুমিল্লা বাঁচাও মঞ্চ এর সদস্য ও কুমিল্লা জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট আখতার হোসেন,বাচিক শিল্পী বদরুল হুদা জেনু,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, এডভোকেট কাইমুল হক রিংকু,কুমিল্লা বাঁচাও মঞ্চ এর সহ সভাপতি, ন্যাপ মহাসচিব মোহাম্মদ আলী ফারুক। সাবেক এমপি মনিরুল হক চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট সকলে মোহাম্মদ আলী ফারুককে ন্যাপ মহাসচিব নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চ এর সহ সভাপতি আলী আশরাফ, কেটিসিসিএ এর সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল হক,এটিএন নিউজের খায়রুল আহসান মানিক,বাসসের অশোক বড়ুয়া,দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক গবেষক আবুল কাশেম হৃদয়, সিটিভি ও সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ওমর ফারুকী তাপস,মাছরাঙ্গা টিভির জাহাঙ্গীর ইমরুল, সমতটের কাগজ সম্পাদক, চলচ্চিত্র গবেষক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক ওমর শারিদ বিধান, সাংবাদিক মনির হোসেন,সময় টিভির বাহার রায়হান,সাংবাদিক মাইনুল,সাংবাদিক সজিব হোসেন, মোহাম্মদ হান্নান,সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নিরাপদ চালক চাই সংগঠনের সভাপতি আাজাদ সরকার লিটন,মফিজুল ইসলাম, ইয়াছিন রাজা মিয়া,জাকির হোসেন,আবুল কাশেম,এডভোকেট আবদুস সবুর, এডঃ আবদুল মোতালেব,ইউছুপ আলী মীর পিন্টু,সহ আরো অনেকে
প্রস্তাবিত ৯ দফার মধ্যে অন্যতম হলো, কুমিল্লাকে পূর্ণাঙ্গ মেট্রোপলিটন নগরীতে রূপান্তর কর -যোগাযোগের জন্য সার্কুলার বাস সহ ট্রাম সার্ভিস চালু করা -ঢাকা কুমিল্লা সরাসরি কর্ড রেললাইন চালু করা – রাসায়নিক বর্জ্য থেকে কুমিল্লা দক্ষিণের ৫৫ টি গ্রামকে রক্ষা করা- ৩ টি খালে ইপিজেড এর বর্জ্য প্রবাহ বন্ধ করা- লালমাই পাহাড়কে রক্ষা করা – জানজট নিরসনে ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ – কোটবাড়ি কে শিক্ষা নগরী ঘোষণা করা – কোটবাড়িতে ৫০০ শয্যার একটি সরকারি হাসপাতাল নির্মাণ – গোমতী নদীর উত্তর প্রান্তে উপশহর সৃষ্টি করা – সদর দক্ষিণ ও আদর্শ সদর ইউনিয়নের সীমানা নির্ধারণ – কুমিল্লা বিমান বন্দর চালু – কুমিল্লা সংসদীয় আসন ১০ বিলুপ্ত করে ৯ আসন পূনর্বহাল করা সহ আরো অন্যান্য।সংবাদ প্রকাশঃ ১৮০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ