কুমিল্লা জেলায় থেমে থেমে বৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লায় দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রয়েছে দমকা বাতাসও। সোমবার (৩১ মে) দিবাগত রাত ১২টা থেকে আজ (১ জুন) দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৩৪.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেমে থেমে কুমিল্লার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। জেলার হোমনা, তিতাস, মেঘনা, দাউদকান্দি উপজেলার নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্থানীয়রা বাসিন্দারা জানান, সোমবার দিবাগত রাত দেড়টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। তবে ১০টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কুমিল্লা আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া গোমতী টাইমস কে বলেন সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়ার সঙ্গে কুমিল্লায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩৪.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ইসমাইল ভূঁইয়া আরও বলেন, আজ সারাদিন থেমে থেমে কুমিল্লার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হচ্ছে। এটি ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। আমরা হোমনা, তিতাস, মেঘনা ও দাউদকান্দি নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি।সংবাদ প্রকাশঃ  ০১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ