কুমিল্লা কোতয়ালি পুলিশের অভিযানে ১৫৫৫ পিস  ইয়াবাসহ১ জন আটক 

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ১৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল রাতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজমঙ্গলপুর এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।আটক সুজন মিয়া রাজমঙ্গলপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তীর নেতৃত্বে এসআই সমীর গুহ, এএসআই হান্নান আল-মামুন, এএসআই মো. রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাজমঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সুজন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক  করা হয়। অভিযানে অংশ নেয়া থানার এএসআই হান্নান আল-মামুন জানান, ‘সুজন মিয়াকে আটক পর তার সঙ্গে থাকা ৮টি প্লাস্টিকের প্যাকেটে মোট ১ হাজার ৫৫৫ পিস গোলাপী রঙয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছে, সে ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে কম মূল্যে কিনে এনেছে।’ বুধবার দুপুরে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে এসআই সমীর গুহ বাদী হয়ে মাদক কারবারি সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’

সংবাদ প্রকাশঃ  ২৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ