কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবন দানোৎসব অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     আজ কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবন দানোৎসব অনুষ্ঠিত হয়। পুলিশ লাইনস শহীদ আর আই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত বৌদ্ধদের বাৎসরিক ধর্মীয় দানোৎসব শুভকঠিন চীবর দান অনুষ্ঠান উপাসক উপাসিকাদের সার্বিক ব্যবস্থাপনায় ধর্মীয় পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্যে ছিল সকালে বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদান, বিকালে চীবরদান উৎসর্গ, ধর্মীয় দেশনা, সমবেত প্রার্থনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবশালবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের। প্রধান ধর্ম দেশকে ছিলেন বেনুবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পন্থক মহাথের। বিশেষ ধর্মদেশক ছিলেন অমর অজর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ যমনা তিষ্য থের। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মঙ্গল তিষ্য থের।
পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি চাকমা ও কসিমা চাকমা প্রিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মুন চাকমা, মিতুল চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজনীয় ভিক্ষু সংঘ এবং পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং নরেশ চাকমা, ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, প্রকৌশলী রিটন বড়ুয়া, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, পূর্ণানন্দ মহাথের, স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্যামল সিংহ, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরসেন সিংহ, প্রধান শিক্ষক দীপংকর সিংহ, বিকাশ সিংহ, হিরালাল সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতিায় ছিলেন সোনারাম চাকমা, সমীরন চাকমা, শান্তি চাকমা, জীবন চাকমা, দয়াল চাকমা, নিশান চাকমা, পাভেল চাকমা, কেনভিল চাকমা, রাজেশ চাকমা, নির্মলা চাকমা, দীপ্তিময় চাকমা, অমরিতা চাকমা, মিতা চাকমা, হ্যাপি চাকমা, বীনা চাকমা, প্রণয় চাকমা।
উল্লেখ্য আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনমাস ব্যাপী বৌদ্ধ বিহারগুলোতে পূজনীয় ভিক্ষুসংঘ অধিষ্ঠানের মাধ্যমে ধ্যান, সমাধি, প্রজ্ঞায়, বর্ষাবাস পালনের পর সে সকল প্রতিটি বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর আশ্বিনী পূর্ণিমা হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এক মাসের মধ্যে প্রতিটি পূজনীয় ভিক্ষুসংঘ উপাসক উপাসিকা সুধীজনদের সমাবেশের মধ্য দিয়ে শুভ কঠিন চীবর দানোৎসব পালন করা হয়। এতে পূজনীয় ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকাগণ ৫টি পাপ হতে মুক্তি থাকেন।

সংবাদ প্রকাশঃ  ২৯-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ