কুমিল্লা ইপিজেড নাসা কারখানার ছাদ ধসে আহত-১০,নিহত-১

সিটিভি নিউজ।।      আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নাসা কারখানার ছাদ ধসে জ্যোৎস্না বেগম (৫৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ সময় আরও দশজন আহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জ্যোৎস্না বেগম কুমিল্লা নগরীর সুজানগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন মাস্টার সামছুল আলম মুঠোফোনে প্রতিবেদককে জানান- ঘটনাটি অত্যন্ত দু:খজনক। আহতদের উদ্বার করে ফায়ার সার্ভিস সদস্যদের প্রথমে ইপিজেড মেডিকেল সেন্টারে নেন। গুরুতর আহতদের নাসা কোম্পানী কর্তৃপক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এসেছে। নাসা কোম্পানির ছাদ ধসের ঘটনায় বেপজা কর্তৃপক্ষ তদন্ত কমিটি ঘটন করেছে বলে জানা যায়।

সংবাদ প্রকাশঃ  ২০-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ