কুমিল্লা’য় স্বাস্থ্য কর্মকর্তার চেয়ারে বসে আছে আয়া’র অবুঝ শিশু

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:- সংবাদদাতা জানান ===
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমান নিয়মিত অফিসে আসেননা বলে অভিযোগ রয়েছে।  তার অনুপস্থিতিতে সরকারী অফিস টাইমে    অফিস কক্ষের চেয়ারে আয়া’র শিশুকে বসে থাকতে দেখাগেছে।    উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমান যখন অফিসে অনুপস্থিত থাকেন ঠিক সে সময়ে নিয়মিত স্বাস্থ্য কর্মকর্তা’র চেয়ারে বসে সময় কাটান অত্র ক্লিনিকের আয়া মারুফা আক্তারের শিশু বাচ্ছাটি।      বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: জাকির হোসেনকে অবগত করলেও তিনি এর কোন প্রকার ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে কথা বললে তাহারা বলেন-প্রায় সময়ই চৌয়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রামের লোকেরা সেবা নিতে গেলে দেখেন যে, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমানের চেয়ারে অত্র ক্লিনিকের আয়া মারুফা আক্তারের শিশু বাচ্ছাটি বসে আছে।  উক্ত ঘটনার বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহবুবুল করিমের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান-বিষয়টি খুবই দু:খ জনক, একজন কর্মকর্তার চেয়ারটি শুধু তাহার জন্যই সংরক্ষিত। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমানাদি সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার বিষয়ে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহিবুর রহমান বলেন-২৯ সেপ্টেম্বর আমার অফিস কক্ষের চেয়ারে আয়ার অবুঝ শিশু  বসার চিত্র দেখেছি। ছবিটি দেখার পরে আয়া মারুফা আক্তারকে মৌখিক ভাবে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছি। ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার চেয়ারে আয়ার অবুঝ শিশু বসার ঘটনাটি অত্যন্ত দু:খ জনক বিষয় বলে মন্তব্য করছেন সুশীল সমাজ, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে দাবিও জানান তাহারা। সরেজমিনে প্রতিবেদক চৌয়ারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গেলে দেখেন যে, এফডব্লিউসি’র খুবই করুন অবস্থা। চৌয়ারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সাইন বোর্ডটি ধুমড়ে মুছড়ে আছে। এটা যে ক্লিনিক সাইনবোর্ডটি দেখেও কেউ চিনবে না।    সংবাদ প্রকাশঃ  ২১-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email