কুমিল্লায় শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রতারণা,মূলহোতাসহ গ্ৰেফতার ৭

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
স্বামী সেনা কর্মকর্তা। শান্তিরক্ষী মিশনে গিয়ে নিহত হয়েছেন। সরকার থেকে অনুদান পাচ্ছেন কোটি টাকা।  ভ্যাট হিসেবে ব্যাংকে ১০ লাখ টাকা জমা দিলেই অনুদানের কোটি টাকা উত্তোলন করা যাবে। প্রথমে বাসা ভাড়া নিয়ে বাড়ি মালিক কিংবা প্রতিবেশীর কাছে এমন মিথ্যা তথ্য দিয়ে সেনা কর্মকর্তার ভুয়া স্ত্রী সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছেন একটি চক্র। গতকাল ৯অক্টোবর কুমিল্লা ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে তিন নারী ও চার পুরুষসহ চক্রের ৭ সদস্যকে গ্ৰেফতার করেছে র‍্যাব। আটকের পর স্ত্রী সেজে প্রতারণা চক্রের মূলহোতা নুসরাত জাহান জান্নাত এবং সহযোগী ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ অক্টোবর সকাল ১২টায় কুমিল্লা র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছে র‍্যাব।
ব্রিফিংয়ে প্রতারণার এমন অভিনব কৌশলের তথ্য উল্লেখ করে কুমিল্লা র‍্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান,গত দুই বছর যাবত  নুসরাত জাহান জান্নাতের নেতৃত্বে চক্রটি মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

হাসিনা বেগম, সালমা মির্জা ও বিল্লাল হোসেন নামে তিন ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে গত ২০ আগস্ট থেকে অনুসন্ধান চালিয়ে চক্রের এ সাত সদস্যকে গ্ৰেফতার করা হয়েছে। আরো কিছু সদস্য পলাতক রয়েছে।সংবাদ প্রকাশঃ  ১০-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ