কুমিল্লায় মৃতব্যক্তিকে কবর দেওয়ার সময় তার সাথে দেওয়া হয় লেপ,তোষক,বালিশ,গামছা,লুঙ্গি

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ
ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর ঘাগড়াকাটা গ্রামের আক্রম আলী সরকার বাড়ির মোঃ মোসলেহ উদ্দিন (৬৮) চট্টগ্রাম জেলার খুলশি এলাকার মরহুম হাবিব শাহ দরবার শরীফের একজন মুরিদ ছিলেন। প্রতিবছর ওরস,মাহফিল হলে তার ভক্তদের নিয়ে যেতেন হাবিব শাহ’র রবার শরিফে। বেশীর ভাগ সময় তিনি ঢাকায় অবস্থান করতেন। কিন্তু তার ভক্তদের সাথে সর্বক্ষণ যোগাযোগ থাকতো। হঠাৎ করে সাম্প্রতিক সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তার ভক্তবৃন্দ ও আতœীয় স্বজনরা ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসারত অবস্থায় তিনি তার আতœীয় স্বজন,ভক্তদের বলে গিয়েছেন তার মৃত্যুর পর তাকে যেন নিজ বাড়ির পাশে দাফন করা হয়। যেন তার অনুসারীরা তার কবরকে মাজার পরিনত করে জিকির আসকার,গান দোয়া,বাজনা করে যেন তাকে স্ম,রন করা হয়। এরই মাঝে চলছে তার উন্নত চিকিৎসা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায় ঢাকার বেসরকারী একটি হাসপাতালে মোসলেহ উদ্দিন মৃত্যুবরণ করেন। শুক্রবার জুম্মার নামাজের পর তার গ্রামের বাড়ি ঘাগড়াকাটা জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার লাশ মসজিদের সামনে থেকে বাড়িতে নিয়ে রাখা হয়। গ্রামবাসী এলাকাবাসীকে জানায়,কবর দেওয়ার সময় আপনাদের জানাবো। ওই পুকুরপাড়েই পূর্ব থেকে তার কবরকে পাকা করে রাখে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের মানুষকে না জানিয়ে তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সময় তার সাথে দেওয়া হয় লেপ,তোষক,বালিশ,গামছা,লুঙ্গিসহ অন্যান্য জিনিসপত্র। এই মৃত ব্যাক্তির দাফন কে কেন্দ্র করে এলাকার মানুষদের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। এদিকে তার ভক্ত অনুসারীরা বলেছে আমাদের পীর ভাই মরহুম মোসলেহ উদ্দিনের কবরকে আমার মাজার বানাবো যেন প্রতিবছর তাকে স্মরন করতে পারি। ভক্তরা এসে মেঝবান করে তাকে স্মরন করবে। গ্রামের লোকজন ও এলাকাবাসী জানায়,আমরা এরকম মৃত ব্যক্তির কবরে এসমস্ত কিছু দেওয়া কখনো দেখিনাই।

সংবাদ প্রকাশঃ  ১৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email