কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।      মারুফ আহমেদ, কুমিল্লা প্রতিনিধি জানান ===
কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে চলছে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার জেলার ময়নামতি ক্রসিং  হাইওয়ে  থানার ৪৩ কিলোমিটার এলাকায় গত কয়েকদিন যাবত চলছে এ অভিযান।
মহাসড়কের নিমসার, কংশনগর, আলেখারচর, পদুয়ার বাজার, সুয়াগাজীসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ইজিবাইক, নসিমন, ভটভটি, সিএনজি আটক করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। আটককৃত এসব থ্রি হুইলারের বিরুদ্ধে ডাম্পিং ও প্রসিকিউশন দাখিল করে অন্তত দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানতে চাইলে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ সকল থ্রি হুইলার বন্ধে আমরা কাজ করছি। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যেসব যানবাহন মহাসড়কে উঠে যায়, সেগুলো আটক করা হচ্ছে।  দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।সংবাদ প্রকাশঃ  ২০-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email