কুমিল্লায় ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে দুইজন গ্রেফতার। বিপুল পরিমাণ ঔষধ জব্দ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “আব্দুল্লাহ ফার্মেসী” তে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রয়ের সময় বিপুল পরিমাণ সরকারী ঔষধ ও নগদ ১,৪০০/- (এক হাজার চারশত) টাকাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিটিচারপাড়া গ্রামের মোঃ নুরুদ্দিন মিয়া এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, উক্ত সরকারি ঔষধসমূহ সে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন উক্ত ফার্মেসীতে কালোবাজারে বিক্রয় করে আসছিল।

২। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “প্রিয়াংকা ফার্মেসী” তে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভারত, ইউএসএ, শ্রীলঙ্কা ও বুলগেরিয়ার তৈরী বিপুল পরিমাণ ঔষধ এবং বাংলাদেশে তৈরী ভেজাল ঔষধ ও নগদ ১,৪১,৪০০/- (এক লক্ষ একচল্লিশ হাজার চারশত) টাকাসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাট্টেরহদ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ আরমান হোসেন (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, উক্ত ঔষধসমূহ সে অননুমোদিতভাবে আনয়ন করে উক্ত ফার্মেসীতে বিক্রয় করে আসছিল।   সংবাদ প্রকাশঃ  ০৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email