কুমিল্লায় ভূয়া কাবিন নামা দেখিয়ে নারীদের ধর্ষন করা প্রতারক গ্রেফতার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।      ইমাম হোসেন ফয়সাল: সংবাদদাতা জানান ==    র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক ভূয়া কাবিন নামার মাধ্যমে ০৪মাস ধরে ধর্ষনের অভিযোগে ধর্ষক মোঃ রেজাউল করিম@মাছুম(৩৬) গ্রেফতার।

গত ১৩ মে ২০২২ তারিখে শিল্পি আক্তার(২৬), পিতা-আঃ মালেক, মাতা-অফুলা বেগম, সাং-পাকামারা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লায় স্ব-শরীরে উপস্থিত হয়ে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ভূয়া কাবিন নামার মাধ্যমে বিয়ে করে প্রায় ০৪ মাস যাবৎ ধর্ষন করা হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা একটি ছায়া তদন্ত শুরু করে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। অভিযোগের সত্যতা প্রাপ্তি সাপেক্ষে গত ১৬ মে ২০২২ইং তারিখে রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রেজাউল করিম@মাছুম(৩৬), পিতা-আব্দুল বারেক, মাতা-আমেনা বেগম, সাং-আন্দসার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।  প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, গত ০৫/১১/২০২১ইং তারিখে শিল্পি আক্তার(২৬) এর সাথে ধৃত আসামী মোঃ রেজাউল করিম@মাছুম(৩৬) এর মোবাইল ফোনের মাধ্যমে রং নাম্বারের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তারা মোবাইল ফোনে কথা বলা শুরু করে। কথা বলতে বলতে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠতা এবং প্রেমের সম্পর্কে সমপৃক্ততা হয়। একপর্যায়ে তারা একে অপরের সাথে দেখা করার জন্য গত ২৩/১১/২০২১ ইং তারিখে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কোর্টবাড়ী বিশ^রোড এলাকায় যায়। দেখা করার সময় তারা একে অপরকে পছন্দ করে এবং রেজাউল করিম@মাছুম নিজেকে অবিবাহিত বলে দাবী করে শিল্পি আক্তারকে বিয়ে করতে চায়। উল্লেখ্য শিল্পি আক্তার একটি দরিদ্র পরিবারের মেয়ে বিষয়টি রেজাউল বুঝতে পারে এবং শিল্পি আক্তারকে বিয়ে করে সুখে শান্তিতে রাখার জন্য আশ^স্থ্য করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ের জন্য রাজি করে বিয়ের পরিকল্পনা করে। রেজাউল শিল্পি আক্তারকে বিয়ে করার জন্য তার পরিবারের সাথে কথা বলে তাদেরকেও বিয়ের জন্য রাজি করে। পরবর্তীতে গত ১৬/১২/২০২১ইং তারিখে রেজাউল শিল্পিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোড সংলগ্ন রেল ক্রসিং এর সামনে দেখা করতে বলে এবং শিল্পি সেইখানে আসলে রেজাউল শিল্পকে বিয়ে করার জন্য একশত টাকার স্টাম্পে বিয়ের হলফ নামা প্রস্তুত করে শিল্পিকে স্বাক্ষর করতে বলে। অতঃপর রেজাউলের কথামত শিল্পি স্ট্যাম্পে (বিয়ের হলফ নামা) স্বাক্ষর করলে রেজাউল শিল্পকে তাদের বিয়ে হয়েছে এখন থেকে তারা স্বামী এবং স্ত্রী বলে জানায়। পরবর্তীতে তারা যে যারমত নিজ নিজ বাড়ীতে চলে যায়। গত ০১/০১/২০২২ইং তারিখে রেজাউল শিল্পকে তার ভাড়া বাসা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর পশ্চিমপাড়া (গ্রীন হাউজ) ফ্লাটে নিয়ে যায়। রেজাউলের ভাড়া বাসায় তারা স্বমী-স্ত্রী হিসেবে গত ০১/০১/২০২২ইং হতে ১৪/০৪/২০২২ইং তারিখ পর্যন্ত বসবাস করে এবং এ সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এ ০৪ মাস রেজাউল বেকার থাকলেও শিল্পি ইপিজেড এলাকায় গার্মেন্টস কর্মীর চাকুরী করে সংসার চালায়। গত ১২/০৪/২০২২ইং তারিখে শিল্পির চাকুরীর কাজে স্বামীর এনআইডি কার্ড চাওয়া হলে শিল্পি রেজাউলের এনআইডি কার্ড দেখে জানতে পারে রেজাউল, তার ঠিকানা মোঃ রেজাউল করিম@মাছুম(৩৬), পিতা-আব্দুল বারেক, মাতা-আমেনা বেগম, সাং-আন্দসার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কিন্তুু তার দেওয়া বিবাহ সম্পর্কিত হলফ নামায় রেজাউলের নাম ও ঠিকানা নাম মোঃ রেজাউল করিম, পিতা-মোঃ ছাদেক উল্লাহ খান, মাতা, রেহানা বেগম, সাং-কটপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা উল্লেখ করেন, যাহা মিথ্যা। শিল্প রেজাউলকে পুনরায় ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করলে তাকে রেজাউল বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতে থাকে।

এমতাবস্থায়, গত ১৪/০৪/২০২২ইং তারিখে শিল্পি রেজাউলের নিজ বাড়িতে গিয়ে উক্ত ঘটনা রেজাউলের পরিবারকে জানালে শিল্পি জানতে পারে সে তিনটি বিবাহ করেছে, যার মধ্যে দুইজন স্ত্রী রেজাউলের বাড়িতে রয়েছে এবং একজনকে ইতিমেধ্যে ডিভোর্স দেওয়া হয়েছে। এছাড়াও রেজাউলের স্ত্রীদের মাধ্যমে শিল্পি জানতে পারে রেজাউল শিল্পির মত আরও অনেক মেয়ের সাথে বিয়ের ভূয়া হলফ নামা প্রস্তুত করে তাদের সাথেও বিবাহ বর্হিভূত অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পরবর্তীতে শিল্পি নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে চলে আসে। শিল্পি তার বাবার বাড়িতে চলে আসার পর থেকে রেজাউল শিল্পিকে প্রায় ফোন করে এবং বলতে থাকে রেজাউলের বাসায় থাকাকালীন শিল্পি ও তার অন্তরঙ্গ মূহুর্তের অনেক গুলো ভিডিও রেজাউল করে রেখেছে। যা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে। উক্ত কথা শুনে শিল্পি কান্নায় ভেঙ্গে পরে এবং রেজাউলের কাছে বিষয়টি থেকে মুক্তির জন্য অনুরোধ করলে রেজাউল শিল্পির কাছ থেকে টাকা দাবী করে। শিল্পি দরিদ্র পরিবারের মেয়ে, সে রেজাউলের চাহিদামত টাকা জোগাড় করতে না পেরে কোন উপায় না পেয়ে ন্যায় বিচার প্রাপ্তির আসায় গত ১৩ মে ২০২২ইং তারিখে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লায় এসে অভিযোগ দায়ের করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিল্পি আক্তারের সাথে বিয়ের নামে ভূয়া কাবিন নামার মাধ্যমে প্রতারণা করে তাকে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষন করে বলে স্বীকার করে। এছাড়াও রেজাউলকে গ্রেফতারের সময় তার নিকট থেকে জব্দকৃত একাধিক বিয়ের হলফনামা এবং ভূয়া এনআইডি কার্ড জব্দ করা হয়। যেগুলো ব্যবহার করে রেজাউল শিল্পির মত আরও ৬/৭ জন মহিলার সাথে মিথ্যা পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভূয়া কাবিন নামা তৈরী করে তাদের সাথে বিবাহ বর্হিভূত অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে স্বীকার করে।  উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০০৩) এর ৯(১) ধারায় র‌্যাবের সহযোগীতায় ভিকটিম শিল্পি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রকাশঃ  ১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email