কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৫জুন সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মাঠ থেকে র‌্যালী বের করে জেলা পরিবেশ অধিদপ্তর।  রঙ্গিন বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বাইসাইকেল চালিয়ে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন। এবছর পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “একটাই পৃথিবী,প্রকৃতির ঐক্যতােনে টেকসই জীবন”।   পরে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন। আলোচনায় বক্তব্য রাখেন  প্রধান অতিথি  কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মূল বিষয়ের ওপরগুরুত্বারোপ কেরে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি। আরো বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা,জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিষ্ট রায়হান মোরশেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম,সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান। এইড কুমিল্লার নির্বাহী পরিচালক  রোকেয়া বেগম শেফালী।   পরে  শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ প্রকাশঃ  ০৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email