কুমিল্লায় বিডিপিএ জেলা কমিটির সভা অনুষ্ঠিত 

সিটিভি নিউজ।।    মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি :========
হাসপাতালে ওষুধের সংরক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ, সঠিক ওষুধ নির্বাচন, ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ ও ওষুধ সেবন-পরবর্তী পর্যবেক্ষণ কার্যক্রমের জন্য ফার্মাসিস্টের ভূমিকাও অপরিহার্য।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে সদস্য নবায়ন ও ভোটার অন্তর্ভুক্তি কর্মসূচির আয়োজন করেছে সংগঠনের কুমিল্লা জেলা শাখা।
মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কুমিল্লা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বেশির ভাগ ফার্মাসিস্টদের তালিকা হালনাগাদ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবঃ সালাম খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ আবুল বাসার প্রমুখ।
সকল  ফার্মাসিস্টের অন্তর্ভুক্তি শেষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উম্মুক্ত আলোচনায় ঐক্যবদ্ধ সমৃদ্ধ বিডিপিএ গঠনের জন্য উৎসব মুখর পরিবেশ ও অংশ গ্রহণ মূলক নির্বাচন নিশ্চিতে দেশব্যাপি সবাই ভোটার হয়ে নিয়োগ সহ বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট হওয়ার আহবান জানান।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে এবং একটি পরিপূর্ণ স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের মূল্যায়ন করতে হবে। তাদের জ্ঞান, শিক্ষা ও দক্ষতা এ দেশের ওষুধশিল্প খাতকে যেমন উন্নতির শীর্ষে নিয়ে যাবে, তেমনি স্বাস্থ্যসেবা সর্বব্যাপী ছড়িয়ে দেয়া সম্ভব হবে।সংবাদ প্রকাশঃ ১৮০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ