কুমিল্লায় বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠানে

সিটিভি নিউজ।।    বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক কুমিল্লা জেলার উৎসব বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ কুমিল্লার আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মেহেরুন্নেছা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম। অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দেশ রুপান্তরের কুমিল্লা প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন জাকির ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আকবর হোসেন, দৈনিক সমকালের কুমিল্লা ফটো সাংবাদিক এন কে রিপনসহ বিভিন্ন শ্রণি পেশার নেতৃবৃন্দ অংশ নেন। ওই প্রতিযোগিতায় কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুমিল্লা মডার্ণ হাই স্কুল এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় অংশ নেয়। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় কুমিল্লা জিলা স্কুল দল চ্যাম্পিয়ন এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের সৌম্য প্রসাদ ভৌমিক। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।সংবাদ প্রকাশঃ  ০৪-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  ‍ৃ

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ