কুমিল্লায় বিআরটিএ ও পাসপোর্ট অফিসের ১২ দালালকে জেল জরিমানা

সিটিভি নিউজ।।       নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান =====
কুমিল্লায় বিআরটিএ অফিসের ৮ জন এবং পাসপোর্ট অফিসের ৪ দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ লাখ ৮৯ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কয়েকটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা’র মাধ্যমে তাদেরকে সাজা ও জরিমানা করা হয়। র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল রোববার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা বিআরটিএ অফিস এলাকা, রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট অফিসের ৪ দালাল এবং ৮ বিআরটিএ দালালকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা জরিমানা করেন।তারা হলো পাসপোর্ট দালাল কুমিল্লা জেলার কোতয়ালি থানার রসুলপুর গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪২ হাজার ৬৫০ টাকা জরিমানা, মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের নিরঞ্জন কিশোর মজুমদার এর ছেলে পিন্টু কুমার মজুমদার (৪৯) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪৬ হাজার ৮’শ টাকা জরিমানা, একই থানার দেবপুর গ্রামের মৃত হাছান আহম্মেদ এর ছেলে আব্দুল কুদ্দুছ মামুন (৩৯) কে ২ হাজার টাকা জরিমানা, কোতয়ালি থানার রেসকোর্স গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মেজবাহ উদ্দিন (৫০) কে ১ লাখ ৯২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয় এবং বিআরটিএ দালাল কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালিয়াজুড়ি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে হেলাল (৪০), কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার বাগড়া ফকিরবাড়ী গ্রামের আবু তাহের খান এর ছেলে পিয়াল খান (৪৯) ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালিয়াঝুড়ি গ্রামের মৃত দুলাল মিয়া এর ছেলে আনোয়ার (২৪) কে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয় এবং কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কাপড়িয়া পট্টি গ্রামের তাজুল ইসলাম এর ছেলে লিটন (৪৪) কে ৫ দিনের কারাদন্ডসহ ৩ হাজার টাকা, একই থানার মাঝিগাছা গ্রামের মৃত সুনীল চন্দ্র দে এর ছেলে নির্মল কান্তি (৫৬) কে ৫ দিনের কারাদন্ডসহ ২ হাজার টাকা জরিমানা করা হয়, ছোটরা গ্রামের মৃত নুরুজ্জামান এর ছেলে ওহিদুজ্জামান (৫৪) কে ২ দিনের কারাদন্ড প্রদান করা হয়, বুড়িচং থানার মহিষমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বারেক (৪২) কে ৫’শ টাকা জরিমানা এবং কোতয়ালি থানার জোড়ামেহার গ্রামের মৃত আঃ মোতালেব এর ছেলে মনিরুজ্জামান (৪৬) কে ২’শ টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান-ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জন দালালকে গ্রেফতার করেছে। সকলকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন-পাসপোর্ট ও বিআরটিএ দালালদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ  ০৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ