কুমিল্লায় বাড়ছে করোনা সংক্রমণ, নেই জনমনে “ভয়”

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি  জানান ==
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের হার ২২ দশমিক ০ শতাংশ। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০৬ জন। এর মধ্যে ৬২ জনই কুমিল্লা সিটি এলাকার। বাকি ৪৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলা মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৩ জন।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও  চারজনসহ জেলায় এখন পর্যন্ত ৪৬৩জন মারা গেছে। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৪জন।বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল সিভিল সার্জন মীর মোবারক হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কুমিল্লায় করোনা সংক্রমণের ধারাবাহিক চিত্র ঊর্ধ্বমুখী হলে সাধারণ মানুষের মাঝে কোনো ‘ভয়-ভীতি দেখা যাচ্ছে না। যে হারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন সে হারে চিকিৎসকদের কাছে বা হাসপাতালে চিকিৎসা নিতেও আসছে না। উপসর্গ থাকার পরও করোনার নমুনা পরীক্ষায় অনীহার চিত্র অহরহ। যে কারণে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিয়ে উদাসীনতা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটের আইসিইউ বিশেষজ্ঞ ডা. গোলাম মুকতাদির চৌধুরী গোমতী টাইমসকে জানান, যে পরিমাণে সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে সে পরিমাণ রোগী হাসপাতালে আসছেন না। যারা আসছেন তারা শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় আর টিকতে না পেরে আসছেন হাসপাতালে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, কুমিল্লায় সংক্রমণের হার পর্যবেক্ষণে আছে। সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যে জেলা জুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।সংবাদ প্রকাশঃ  ২৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ