কুমিল্লায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর উদ্যোগ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

সিটিভি নিউজ।।   প্রেসবিজ্ঞপ্তি।। । শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা প্রেসক্লাব এর সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিরবন্দর, কুমিল্লার মুরাদনগর, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া,  ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরণ ও হত্যাসহ দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং  ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখলের প্রতিবাদে এবং সরকারী বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সভাপতি রতন কুমার দত্ত, নির্বাহী সভাপতি নারায়ণ চন্দ্র ভৌমিক, সহ-সভাপতি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, সাধারণ সম্পাদক এডভোকেট মানিক কুমার ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক কিংকর দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিকাশ সাহা, কার্যকরী সদস্য সম্ভু চৌধুরী, টিমন মিত্র, উত্তম সাহা, শান্ত মিত্র,  রতন দেবনাথ,  চন্দন দেবনাথ ও নির্মল গোস্বামীসহ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার শতাধিক নেতাকর্মী।
এদিকে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মা প্রকাশ করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার।
সমাবেশে বক্তারা- দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং  ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।সংবাদ প্রকাশঃ  ১৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ