কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন

সিটিভি নিউজ।।  নুরুল ইসলাম    নিজস্ব প্রতিবেদক  জানান ====
“বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় কুমিল্লায় জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক (উপসচিব) শওকত ওসমান। পরে টাউন হল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় র‌্যালীতে বিভিন্ন জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানির কর্মকর্তা, কর্মী ও কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা গেছে।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) শওকত ওসমান।
জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা জেলার চেয়ারম্যান ও রূপালী ইন্স্যুরেন্স কোং লিঃ এর জেনারেল ম্যানেজার পাপড়ি বসুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম। পবিত্র কোরআন তেলাওয়াতের পর সম্মানীত অতিথিদের ফুল দিয়ে বরণের পর শুরুতে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন
বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ কুমিল্লার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ এর জিএম স্বপন কুমার মজুমদার, মোস্তাফিজুর রহমান জি.এম যমুনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশনের এজিএম মোঃ ইব্রাহিম, জীবন বীমা কর্পোরেশনের এজিএম মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ মোহন ভাইস প্রেসিডেন্ট গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড, কামরুজ্জামান প্রকল্প পরিচালক পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড প্রমূখ। বক্তাগন বলেন, ১৯৬০ সালের ১লা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরীতে যোগদান করেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১লা মার্চ তারিখ কে সর্বপ্রথম জাতীয় বীমা দিবস হিসেবে প্রজ্ঞাপন জারি করেন। বর্তমানে জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানি সমূহ রাষ্ট্রের অর্থনীতিতে ব্যপক ভূমিকা পালন করে আসছে। প্রধান অতিথি স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক (উপসচিব) শওকত ওসমান বলেন, বর্তমানে কিছু কিছু বীমা কোম্পানি সমূহ কমিটমেন্ট অনুযায়ী তারা গ্রাহকদের সঠিক ভাবে তাদের আমানতের টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। এবিষয়ে আমাদেও কাছেও কিছু অভিযোগ নিয়ে লোকজন এসেছে। তাই এবিষয়ে কোম্পানি সমূহ কে আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে, না হয় এ পেশা থেকে মানুষের আস্থা আরো নষ্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, ৪১ সালের উন্নত দেশ গড়তে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। তাহলেই আজকের এ আয়োজন সফল হবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

সংবাদ প্রকাশঃ  ০১-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ