কুমিল্লায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালি

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি===========
কুমিল্লায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে পদ্মা সেতুর প্রতিকৃতি নিয়ে আনন্দ র‌্যালি টাউন হল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় সেতুর জমকালো উদ্বোধন উপভোগ করেন কুমিল্লাবাসী।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সকাল সোয়া ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহলে এসে শেষ হয়। আনন্দ র‌্যালিতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূরু মোহাম্মদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কুমিল্লা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.জামাল নাছের, র‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পদ্মা সেতুর উদ্বোধন আমাদের আরেক বিজয়। সবাই হয়তো অনুষ্ঠানস্থলে গিয়ে উদ্বোধন দেখতে পারবেন না। তবে কুমিল্লাবাসীর জন্য কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউনহলে পদ্মা সেতুর উদ্বোধন দেখার ব্যবস্থা করেছি। কুমিল্লার সব পেশাশ্রেণির মানুষের অংশগ্রহণে বলা যায় আজ কুমিল্লাবাসীর জন্যও আনন্দের দিন।সংবাদ প্রকাশঃ  ২৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ