কুমিল্লায় টিকা নিতে আগ্রহ বেড়েছে মানুষের

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লায় সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিতে আগ্রহ বেড়েছে। অনেকে রেজিস্ট্রেশন করার পরপরই টিকা কেন্দ্রে আসছেন টিকা নিতে। কেউ কেউ দ্বিতীয় ডোজের টিকার খোঁজে আসছেন কুমিল্লায় সদর হাসপাতালের টিকা কেন্দ্রে।
গতকাল মঙ্গলবার থেকে করোনার টিকা দান শুরু হয়েছে। সম্প্রতি  কুমিল্লায় বেড়ে গেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই টিকা নিতে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। জেলার সকল উপজেলায় সিনোফার্মার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে জেলার বিভিন্ন হাসপাতালে  ঘুরে সরেজমিনে গিয়ে টিকা নিতে পরে খুশি আফজাল হোসেন। দীর্ঘ একঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন। আফজল আফসোস করে জানান,১৫ দিন আগে করোনা আক্রান্ত হয়ে তার চাচা ফজল হোসেন মারা গেছেন৷ পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে তিনি  টিকা গ্রহণ করেছেন। এখন টিকার দ্বিতীয় ডোজের জন্য  অপেক্ষা করছেন।
ঝাউতলা এলাকার গৃহবধূ নাজমুন নাহার যুথি টিকা দিয়েছেন। টিকা নেয়ার অনুভূতি জানিয়ে গৃহবধূ যুথি বলেন, কুমিল্লায় সাম্প্রতিককালে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। তাই পরিবারের সদস্যদের করোনা থেকে সুরক্ষিত করতে টিকা দিয়েছি।
কুমিল্লা সির্ভিল সার্জন জানান,কুমিল্লায় সিনোফার্মার ৭৮হাজার ও মডার্নার ১৩হাজার টিকাসহ মোট ৯১হাজার টিকা এসেছে। মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে। যারা নিবন্ধনেরর মেসেজ পেয়েছেন তারাই মডার্নার টিকা গ্রহণ করতে পারছেন। গতকাল একদিনে মঙ্গলবার প্রায় ৩,৯৬৩ জন প্রথম ডোজ টিকা গ্রহন করেন ।
জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনা সংক্রমন ঠেকাতে টিকা গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া করোনা আক্রান্তদের চিকিৎসার  জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।সংবাদ প্রকাশঃ  ১৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ