কুমিল্লায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন   সংবাদদাতা জানান ===।। আদালতের  রায়ে জমি পেয়ে গাছ লাগাতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে মিশন ছত্রভঙ্গ করে দেয় এবং কৃষ্ণ কান্ত দত্ত নামের এক ব্যবসায়ীকেঅাহত করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কুমিল্লার উত্তর  দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। এঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি  অভিযোগ  দায়ের করা হয়েছে।
অভিযোগের বিবরনে ও ভূক্তভোগী জানায় জেলার অাদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর দত্তবাড়ির মৃত্যু রনজিত কুমার দত্তের ছেলে কৃষ্ণ কান্ত দত্তের সাথে একই বাড়ির মৃত বিপীন চন্দ্র দত্তের ছেলে সাধন দত্ত,কনাল চন্দ্র দত্তের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ দীর্ঘদিন ধরে চলে অাসছে। কৃষ্ণ কান্ত দত্ত একজন ব্যবসয়ী (৪৬)। জমি নিয়ে কুমিল্লা অাদলতে মামলা হলে অাদাতের রায়ে কৃষ্ণ কান্ত দত্ত জমি পায় অার উক্ত জমিরনামের বিবাদীদের চীর স্থানীয় নিষেধাজ্ঞা জারী করে। নালিশী জমির তপসিল হল দূর্গাপুর মৌজার স্থিত সিঅার ন্ং-৪৫, খতিয়ান এস এ ৩৪৪ নং খতিয়ান এবং বিএস নং ৪১১। সাবেক দাগ ১৩৫, ১৩৬, ১৩৩ দাগ হালে ৬৪৭। অাদালতের রায়ে জমি বুঝে পেয়ে ব্যবসয়ী কৃষ্ণ কান্ত দত্ত তার পরিবারের লোকজন নিয়ে শুক্রবার সকাল ৯টায় ওই জমিতে বিভিন্ন প্রকার  গাছের চারা রোপন করা হচ্ছে। এছাড়া ওই জমির সীমানায় বাউন্ডারির খুটি নির্মাণ কাজ চলছিল। কৃষ্ণ কান্ত দত্ত অভিযোগ করে বলেন এসময় সাধন চন্দ্র দত্ত (৬০),কনাল চন্দ্র দত্ত সহ ৫-৬ জন ওই জমিতে এসে অাদালতের অমান্য করে সন্ত্রাসী হামলা চালিয়ে জমিতে বসানো সিমেন্টের খুটি উপড়াইয়া ফেলে দেয় এবং কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এক পর্যায়ে সাধন চন্দ্র দত্ত চরম ক্ষিপ্ত হয়ে কৃষ্ণ কান্ত দত্ত কে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং কোদাল দিয়ে কুপ মারে। এসময় কোদালের কুপ কৃষ্ণ কান্ত দত্তের হাতে পড়ে এবং তিনি অাহত হন। তাদের অাত্মচিৎকারে স্হানীয় লোকজন এগিয়ে অাসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অাহত কৃষ্ণ কান্ত দত্ত কে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ওই দিন ভর্তি করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪জনকে নামীয় এবং ২-৩ জনকে অজ্ঞাত অাসামী করে একটি অভিযোগ দায়ের করে। অাসামীরা হল মৃত বিপীন চন্দ্র দত্তের ছেলে সাধন চন্দ্র দত্ত, কনাল চন্দ্র দত্ত, সূর্য কুমার দত্তের ছেলে শিপন দত্ত, মৃত সুকুমার দত্তের ছেলে বিদ্যুৎ দত্ত,।সংবাদ প্রকাশঃ  ০৮১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ