কুমিল্লায় ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যা মামলা; কাউন্সিলর সাত্তার ৪ দিনের রিমান্ডে

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ===
দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তারকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে গুনানী শেষে মঙ্গলবার আদালতের বিচারিক হাকিম মো. গোলাম মাহবুব খান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেলোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার চৌয়ারা এলাকায় জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলায় গ্রেপ্তার কাউন্সিলর আবদুস সাত্তার বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতে সাত্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন দেলোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল­ার পরিদর্শক মো. মতিউর রহমান। গত ২৫ ফ্রেব্রয়ারী শুনানি শেষে আদালতের বিচারিক হাকিম মো. গোলাম মাহবুব খান গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিলিং মিশনে অংশ নেয়া আসামী আনোয়ার হোসেন। গত ২৬ জানুয়ারি রাজধানীর শাহবাগ এলাকা থেকে সাত্তারকে গ্রেপ্তার করেছিল পিবিআই। ওয়ার্ড কাউন্সিলর সাত্তারকে কুমিল্লার চৌয়ারা এলাকায় আলোচিত জিল্লু রহমান চৌধুরী হত্যা মামলার দুই নম্বর আসামি।
এদিকে ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি (ভল­বপুর) এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ারকে মাথায় গুলি করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ভাই শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় ওই গ্রামের রেজাউল করিম ও কাউছারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
সদর দক্ষিন মডেল থানার পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই কুমিল্লা। গত বছরের (২০২০ সালের) ২৪ সেপ্টেম্বর পিবিআইয়ের সদস্যরা এ মামলায় সদর দক্ষিন থানার নোয়াগ্রাম গ্রামের সফিকুর রহমান রহমানের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। পরে আনোয়ার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, দেলোয়ারকে হত্যার মূল পরিকল্পনাকারী কাউন্সিলর আবদুস সাত্তার। তার পরিকল্পনায় দেলোয়ারকে খুন করা হয়েছে।
পিবিআই’র পরিদর্শক মো.মতিউর রহমান বলেন, কাউন্সিলন সাত্তার কে দেলোয়ার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আগামী ১৮ মার্চের মধ্যে রিমান্ড শেষ করতে বলা হয়েছে।সংবাদ প্রকাশঃ  ০৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ