কুমিল্লায় কোয়ারেন্টাইনে ২০৬ ভারত ফেরত 

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ২০৬ বাংলাদেশিকে কুমিল্লার আটটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার (২২ মে) সন্ধ্যায়  এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নেয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। জেলা প্রশাসন সূত্র মতে, গত চার দিনে ভারত থেকে আসা ২০৬ বাংলাদেশির প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি। তবে সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকাদের সার্বিক তত্ত্বাবধানে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও সবাইকে পুলিশি নজরদারীতে রাখা হয়েছে।

এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কোয়ারেন্টাইনে ১৩ জন, হোটেল টোকিওতে ৪৭ জন, হোটেল জমজমে ৫০ জন, ময়নামতিতে (বাগিচাগাও) ২০ জন, হোটেল আল ফালাহতে ২০ জন, রেড রুফ ইনে ১৯ জন, হোটেল ভিক্টোরিতে ১৫ জন ও ময়নামতিতে (আলেখারচর) ২২ জন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন।সংবাদ প্রকাশঃ  ২২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ