কুমিল্লায় কাঁঠালে রঙিন গোমতীর পাড়

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লায় ডানে কাঁঠাল,বামে কাঁঠাল, ওপরেও কাঁঠাল, নিচেও কাঁঠাল। চারদিকে কাঁঠালের ছড়াছড়ি। এ যেন কাঁঠালের রাজ্য! গোমতী নদীর বেড়িবাঁধ জুড়ে চোখে পড়ে কাঁঠাল গাছের সারি। সেই গাছে থরে থরে ধরে আছে কাঁঠাল। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত ঝুলে আছে কাঁঠাল। এমন দৃশ্য যে কাউকেই মুগ্ধ করে। গালা ও খাজা দুই জাতের কাঁঠালই পাওয়া যায় পুরো এলাকা জুড়ে।
সরেজমিনে গোমতীর বেড়িবাঁধ ঘেঁষা গ্রাম সদর উপজেলার পালপাড়া, বুড়িচংয়ের ষোলনল, শিমাইল খাড়া, বালিখাড়া, ধামতী, রামনগর, হুরহুড়া, কামারখাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এলাকা থেকে সড়কের দুই পাশের ঢালু জায়গায় শত শত কাঁঠাল গাছ। প্রতিটি গাছেই ঝুলছে কাঁঠাল। কোনো কোনো গাছে ৫০টিরও অধিক কাঁঠাল, কোনো গাছে আছে ৩০ টির অধিক, আবার কোনো গাছে ১০বা তার কমবেশি কাঁঠাল ধরে আছে। শুধু কাঁঠাল নয়, এই গ্রীষ্মে গোমতী নদীর বেড়িবাঁধে তাল, আম, পেঁপেসহ নানারকম ফলের সমাহার ঘটেছে।
কাঁঠালসহ এসব ফল এখন কুমিল্লা নগরীর বাজারসমূহে বিক্রি হচ্ছে। খেতে সুস্বাদু, টাটকা এসব ফলের চাহিদা রয়েছে প্রচুর।
শিমাইলখাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, আমার ১৭টি গাছ আছে। প্রচুর কাঁঠাল ধরে গাছগুলোতে। আমরা কিছু কাঁঠাল বিক্রি করি, কিছু খাই, কিছু আবার মানুষকে বিলিয়ে দিই।
ষোলনল গ্রামের জয়নাল আবেদীন জানান, এবার কাঁঠাল বেশি ধরলেও তেমনটা বড় হয়নি। বৃষ্টিপাত কম হলে এমন সমস্যা হয়। তবে ফলন ভালো হয়েছে।সংবাদ প্রকাশঃ  ০২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ