কুমিল্লায় করোনা শনাক্ত ৭৫জন, মৃত্যু ০৩ জন

সিটিভি নিউজ।।  নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
গতকাল ০১ এপ্রিল কুমিল্লা জেলায়  নতুন করে আরও৭৫ জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯১০জন।
আজকের রিপোর্টে   তিনজন   মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ২৯১জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৩৪জন,বরুড়া ০২ জন,চৌদ্দগ্রাম  ০২জন, লাকসাম ০২ জন,বুড়িচং ০২ জন,আর্দশ সদর ০২ জন, হোমনা০৩ জন,সদর দক্ষিণ ০৩ জন,চান্দিনা ০৬ জন,মনোহরগন্জ ০১ জন, তিতাস ০৩ জন,দেবিদ্বার ০৪ জন,দাউদকান্দি ১০ জন,নাঙ্গলকোট ০১ জন।
আজকের রিপোর্টে  সুস্থ্য ০৫ দেখানো হয়েছে। কুমিল্লা সিটি ০৫ জন।  এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৪৫জন করোনা রোগী।
গতকাল ০১ এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৭হাজার ৯৪৪জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৭ হাজার২২৯জনের। এর মধ্যে ৯ হাজার ৯১০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।সংবাদ প্রকাশঃ  ১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ