কুমিল্লায় করোনা শনাক্ত ৬৮ জনের। মৃত্যু ২

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ===
গতকাল ১৩এপ্রিল কুমিল্লা জেলায়  নতুন করে আরও৬৮ জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার৮৯৪জন।
আজকের রিপোর্টে  দুই জন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩২৬ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৪৩জন, বুড়িচং ০২জন,  লাকসাম ০৩জন, চৌদ্দগ্রাম ০২ জন, দেবিদ্বার ০১জন, সদর দক্ষিণ ০৪জন,  আর্দশ সদর  ০২জন, নাঙ্গলকোট ০২জন,  মনোহরগন্জ ০১জন,চান্দিনা ০১ জন,
বরুড়া ০৭ জন।
আজকের রিপোর্টে  সুস্থ্য কোন   দেখানো হয়েনি।  এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৬৭জন করোনা রোগী।
গতকাল ১৩এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬২হাজার ৩৬২জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬১হাজার ৩১৯জনের। এর মধ্যে ১০ হাজার ৮৯৪জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ৫১৪
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৪।সংবাদ প্রকাশঃ  ১৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ