কুমিল্লায় করোনা শনাক্ত৩০ জনের।মৃত্যু ০৩

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন      কুমিল্লা প্রতিনিধি  জানান ====
গতকাল ০৮মে কুমিল্লা জেলায়  নতুন করে আরও৩০জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার৩১০জন।
আজকের রিপোর্টে  তিনজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৯৭জনে দাঁড়ালো। সিটি কর্পোরেশন ০২ জন, মুরাদনগর ০১ জন,
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১৪জন, লাকসাম ০২জন,দেবিদ্বার ০৩ জন,মেঘনা০১ জন,তিতাস ০২ জন,মুরাদনগর ০১ জন,দাউদকান্দি ০১ জন,  বরুড়া০২ জন,নাঙ্গলকোট ০২জন,সদর দক্ষিণ ০১ জন,  চান্দিনা ০১জন।
আজকের রিপোর্টে  সুস্থ্য৫৫জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার০০১জন করোনা রোগী।আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ২২জন,বুড়িচং২৫জন, মহোহরগন্জ ০৮ জন।
গতকাল ০৮মে বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭০হাজার ২৫০জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭০ হাজার ১১৩জনের। এর মধ্যে ১২ হাজার ২৩০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ২১৮
এদের মধ্যে নতুন সনাক্ত: ০০সংবাদ প্রকাশঃ  ০৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email