কুমিল্লায় করোনা ভাইরাস এর ভুয়া রিপোর্টসহ সকল ধরনের ভুয়া সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরীর নামে প্রতারণা

সিটিভি নিউজ।।       র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লার চান্দিনা এলাকা হতে গ্রেফতার ০১। বিপুল পরিমাণ ভুয়া কাগজপত্র উদ্ধার। প্রিন্টার, স্ক্যানার মেশিনসহ কম্পিউটার জব্দ। =প্রেস বিজ্ঞপ্তি।।

১। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল অদ্য ২৬ জুলাই ২০২০ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা বাজার এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর ভুয়া রিপোর্ট প্রদানসহ সকল ধরনের ভুয়া সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরীর নামে প্রতারণা করার অভিযোগে প্রতারক কুমিল্লা জেলার দেবিদ্বার থানার জাফরাবাদ গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ মোরশেদ আলম (৩২) কে গ্রেফতার করা হয়।এ সময়ে তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিপিইউ-০১ টি, মনিটর-০১ টি, কালার প্রিন্টার-০১ টি, কী-বোর্ড- ০১টি, মাউস-০১ টি, স্ক্যানার-০১ টি, ইন্টারনেট মডেম-০১টি, পেন ড্রাইভ-০৩ টি, মোবাইল-০২টি, ভূয়া করোনা সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ উদ্ধার করা হয়।

২। প্রতারক মোঃ মোরশেদ আলম (৩২) সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকেই করোনা ভাইরাস এর ভুয়া সার্টিফিকেট প্রদানের নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। করোনা ভাইরাসের প্রতিটি সার্টিফিকেট তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করে আসছিল। এছাড়াও সে সকল ধরনের ভুয়া সার্টিফিকেট (যেমন: এসএসসি/দাখিল, এইচএসসি, অনার্স, মাস্টার্স), টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র ও জাল সীলমোহর তৈরী করে প্রতারণার মাধ্যমে লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নেয়।

সংবাদ প্রকাশঃ  ২৬২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ