কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২০৫ও সুস্থ  ৪৫,মৃত্যু০৩  

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫দশমিক ৮%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা  ৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২ ফেব্রুয়ারি বিকেল থেকে ৩ফেব্রুয়ারি  বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪১হাজার ৯৮৫জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৯৭জন,মুরাদনগর ০৬ জন,লাকসাম ২৮জন,বুড়িচং১০জন,সদর দক্ষিণ ০৪জন,আর্দশ সদর০২ জন, মনোহরগন্জ ০৫ জন,বরুড়া০৭জন,লালমাই০৩ জন,চৌদ্দগ্রাম ০১জন,চান্দিনা ১০জন জন,মেঘনা০৩ জন,হোমনায় ০৬জন,দেবিদ্বার ০৬জন,ব্রাক্ষণপাড়া ০৭জন,নাঙ্গলকোট১০ জন ।
জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৬জন।আজকের মৃত্যু ০৩ জন।কুমিল্লা সিটি ০২ জন,বুড়িচং০১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫৮ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ৩৩জন,দাউদকান্দি ১২জন ।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৬৯৬জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।সংবাদ প্রকাশঃ  ০৪-০২-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ