কুমিল্লায় এত বেঈমান-মুনাফেক আছে সিটি নির্বাচনের আগে জানতাম না – এমপি বাহার 

সিটিভি নিউজ।।     নিজস্ব প্রতিবেদক ===========
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,একটি কুচক্রী মহল এ নির্বাচন কে আন্তরজাতিকভাবে বিতর্ক করতে ছেয়েছিল। এ নির্বাচনে কিছু সুযোগ সন্ধানী প্রশাসনের কর্মকর্তা নৌকার বিরুদ্ধে নেমেছিল।  কালো টাকা দিয়ে নির্বাচনী তরী পার হতে ছেয়েছিল সাক্কু।সে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কে কালো টাকা দিয়ে কিনেছিল । প্রশাসনের সেই কর্মকর্তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে। কুমিল্লার কিছু নেতারা কুকর্মের কারণে কুমিল্লা কে এগিয়ে নিতে পারছি না। কুমিল্লায় এত বেঈমান-মুনাফেক আছে এই সিটি নির্বাচনের আগে আমিও জানতাম না। প্রশাসনের পাশাপাশি কিছু দলের নেতাও সাক্কুর টাকার কাছে বিক্রি হয়েছে। কুমিল্লাকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। কারণ জাতির পরিবর্তন করতে পারেন একজন আদর্শবান শিক্ষক। কুমিল্লার সমাজ পরিবর্তনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধ ও উন্নয়নে প্রতীক “নৌকা ” বিজয়ী হওয়ার কুমিল্লা শিক্ষক সমাজ আয়োজিত আনন্দ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার একথা বলেন।
 অনুষ্ঠানে সংবধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। এসময় কেন্দ্রীয়  আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিকুল্লাহ খোকন,আরফানুল হক রিফাতের সহধর্মিণী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী প্রমুখ।
জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে

বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, রাচিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান পাটোয়ারী, ফরিদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।  অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ২৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ