কুমিল্লার হোমনায় মাদক বিক্রি ও সন্ত্রাসের প্রতিবাদ করায় হামলা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সিটিভি নিউজ।।    কুমিল্লা প্রতিনিধি জানান =====  কুমিল্লার হোমনায় মাদক বিক্রি ও সন্ত্রাসের প্রতিবাদ করায় হামলা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকালে হোমনার রামকৃষ্ণ বাজারে ঘন্টাব্যপী মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য দেন একেএম শামছুল আলম ভূইয়া, মানবাধিকার কর্মী মোঃ বিল্লাহ হোসেন, যুবলীগ নেতা আল কাইয়ূম মোল্লা, মোঃ হেলাল ভূইয়াসহ অন্যরা।

বক্তারা বলেন, স্থানীয় আল আমিন মেম্বার, সোহেল রানা, আলাউদ্দিনসহ একটি সিন্ডিকেট পুরো ইউনিয়নে মাদক জুয়া, চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় সমাজ সেবক হেলাল ভূইয়াসহ একাধিক নিরীহ পরিবার হামলা ও নিযাতন শিকার হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য গত ২৫ জানুয়ারি ভোরে স্থানীয় সমাজ সেবক ও যুবলীগ নেতা মোঃ হেলাল ভূইয়া ডোবাতে মাছ ধরতে গেলে আল আমিন মেম্বারের নেতৃত্বে ৭/৮ জন তার উপর হামলা করে মারাত্বকভাবে আহত করে। এ ব্যপারে হোমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ ২২০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ