কুমিল্লার হোমনায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

হোমনায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সেলিমা আহমাদ এমপি
সিটিভি নিউজ।।      মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি জানান ==  গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আ’লীগ ও অঙ্গসংঠনের আয়োজনে স্থানীয় এমপি’র রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
তিনি বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম কালো অধ্যায়। এ দেশকে নেতৃত্বশূন্য করতেই মোস্তাকের দোসররা জেল হাজতে জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে। ৩ নভেম্বর জেল হত্যা ও ১৫ আগস্ট স্বপরিবারে জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যা ছিল একই সূত্রে গাঁথা। জাতি আজ তাদের ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। আজকের এই দিনে সেই হত্যাকান্ডের বিচারের রায় কার্যকর করার জোর দাবী জানাচ্ছি।
সেলিমা আহমাদ এমপি আরোও বলেন, দেশে আজ মহামারি করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষকে বাঁচানোর জন্য প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সাবেক উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সৈয়দ ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর আ’লীগের সভাপতি  আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, পৌর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি নজুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, ‍পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও তাঁতী লীগ সভাপতি হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ০৩১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ