কুমিল্লার লাকসাম-আখাউড়া রেল প্রকল্পের কাজ পরিদর্শনে রেল সচিব

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লার দ্বিতীয় দফা মেয়াদ  শেষে  লাকসাম-ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া ডাবল রেললাইনের নির্মাণকাজ পরিদর্শন করেছেন রেল সচিব সেলিম রেজা।
গতকাল (১৭ জুন) দুপুরে লাকসাম জংশন থেকে সরেজমিনে কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, প্যানেল মেয়র খলিলুর রহমান ও জংশন স্টেশন মাস্টার মো. সাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে তিনি ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনযোগে লাকসাম রেলওয়ে জংশন আসেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে একনেকে অনুমোদনের পর ২০১৬ সালে সাড়ে ছয় হাজার কোটি টাকার এ প্রকল্পটির কাজ শুরু হয়। ২০২০ সালের জুন মাসে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে এক বছর বাড়ানো হয়। কিন্তু এ মেয়াদেও কাজ শেষ হয়নি। এখনো প্রকল্পের এক-তৃতীয়াংশ কাজ বাকি রয়েছে।সংবাদ প্রকাশঃ  ১৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email