কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেন-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ জন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি ঃ=====
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেন-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ট্রেনে কাঁটা পড়ে চারজন নিহত হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুগুরিয়া এলাকায় সিএনজি অটোরিকশা রেল সড়ক পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সাথে মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের মুন্সিরহাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা সকাল ১০ টার দিকে খিলার তুগুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে পাশ্ববর্তী ক্ষেতে গিয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় হাতপাতালে চালক নিহত হয়। উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের বাড়ি মনোহরগঞ্জ উপেজেলার উত্তর হাওলা গ্রামে। আরেক জন নাঙ্গলকোট উপজেলার। নিহতদের মধ্যে উত্তর হাওলা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মাকছুদুর রহমান (৬৫), আবু তাহেরের ছেলে ইরফান হাবিব (৩০), তোফাজ্জল হোসেনের ছেলে সিএনজি চালক সহিদুল ইসলাম (২৫) ও নাঙ্গলকোট উপজেলার শাকতলা গ্রামের আফজালুর রহমানের স্ত্রী মহিফুল বেগম (৩১)। আরো জানা যায়, নিহত মহিফুল বেগম খিলা ইউনিয়নের ভরনীখন্ড গ্রামে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় খবর পেয়ে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, লালমাই হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন ট্রেন-সিএনজি অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে আরেকজন নিহত হয়। নিহতদের উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ওইদিন মাগরিবের নামাযের পর উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নিহত মাকছুদুর রহমান, হাবিবুর রহমান ও সহিদুল ইসলামের জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। এদিকে ওইদিন বিকেলে মহিফুল বেগমের প্রথম জানাযা ভরনীখন্ড গ্রামে বাপের বাড়িতে এবং দ্বিতীয় জানাযা এশার নামাযের পর দক্ষিণ শাকতলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নিহতদের জানাযায় স্থানীয় এলাকার শোকাহত সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

সংবাদ প্রকাশঃ  ০-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email