কুমিল্লার বুড়িচংএ পাচঁ প্রামের পরোপকারীদের সতেচনমূলক বৈঠক অনুষ্ঠিত 

সিটিভি নিউজ।।      মোঃ  তরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে,
 কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউপির ৭ং ওয়ার্ডের পাচগ্রামের পরোপকারী বাছাইকৃত ব্যাক্তিদের নিয়ে গতকাল সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়।এতে  ডুবাইরচর, চাঁনগাছা, শাহদিলারবাগ, জলম এবং বাড়াইরসহ পাঁচ গ্রামের প্রায় অর্ধশত পরোপকারী, সচেতন ও মানবিক যুবকদের উপস্থিতিতে অত্যান্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে বহুল আলোচিত পাচগ্রামের পরোপকারী  বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরোপকারী  বৈঠকটিতে মূলত ৭নং ওয়ার্ডের সর্বসাধারণের সুখে-দুঃখে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে এলাকার যুবক শ্রেণীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে,
তাছাড়া চলমান মহামারি সম্পর্কে পুরো ওয়ার্ড জুড়ে গণসচেতনতা বৃদ্ধি, জরুরি মুহূর্তে ফ্রী অক্সিজেন সেবা-সহ বিভিন্ন কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়।
এছাড়াও টানা লকডাউনে কর্ম হারিয়ে অভাবগ্রস্থ হয়ে পড়া মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে বিনামূল্যে খাদ্য, বস্র ও চিকিৎসা সহায়তা প্রদান, করোনায় আক্রান্ত অসহায় সুবিধাবঞ্চিত রোগীদের যাবতীয় সেবা প্রদান-সহ করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফনের কার্য সম্পাদনের জন্য বিশেষ স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়।
শুধুমাত্র এলাকাবাসীর জন্য এবং প্রিয়জনদের ভালো ও সুস্থ রাখার জন্য উপস্থিত যুবকরা নিজেদের শেষ নিঃশ্বাস থাকা অবধি করোনাকালীন যেকোনো কাজে স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে থেকে কাজ করার অঙ্গিকার করলে প্রতিটি গ্রাম এবং পাড়া-মহল্লায় পৃথক পৃথক টিম গঠন করে প্রত্যেক-কে তাদের কাজ ও দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।
প্রতি গ্রাম থেকে ৫ জনকে প্রধান করে পৃথক পৃথক টিম গঠন করে দেওয়া হয়। নীচে গ্রাম বিত্তিক টিম প্রধান ও সদস্যদের নাম উল্লেখ করা হলো-  ডুবাইরচর গ্রামের   প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়াধিন,
শাহদিলারবাগ গ্রামেরএম এ হাসান, গোলাম মোস্তফা, নাছির, রাছেলের নাম দেওয়া হয়,
চাঁনগাছা গ্রামের নাজমুল হাসান, আরমান, মঞ্জুর রহমান, রনি পারভেজ, শাকিল, মোস্তফাকে নির্বাচিত করা হয়,
জলমগ্রামেরফাকসার আলম, ইয়াছিন, শরীফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাকিলকে নির্বাচিত করা হয়,
বাড়াইর গ্রামের শরীফুল ইসলাম, রাকিব হাসান, সোহাগ, কাউছার, তানবীর, আলমগীর, সোহাগকে নির্বাচিত করা হয়,
তাদের এই মহতী পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন অতএব সমাজের বিত্তবান দানশীল এবং প্রবাসীদের সহযোগিতায় সংগঠনটি এগিয়ে যাবে বলে স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস। এভাবে প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে তরুন রা সংঘবদ্ধ ভাবে সংগঠন করে পরোপকারী চিন্তা চেতনা থাকলে দেশ এগিয়ে যাবে।সংবাদ প্রকাশঃ  ০২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ