কুমিল্লার বুড়িচংয়ে বাহরূল উলূম ছৈয়্যদ হাছান আলী (রহ:) এর ১৬৬ তম বাৎসরিক ওরছ মাহফিল সম্পন্ন

সিটিভি নিউজ।।    গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।=====
কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা নিবাসী বাহরূল উলূম ছৈয়্যদ হাছান আলী (রহ:)  প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী উত্তরগ্রাম আন্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্স এর ১৬৬ তম বাৎসরিক ওরছ মাহফিল গতকাল ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মহাসমারোহে উত্তরগ্রাম আন্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্স এ পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাছানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত  ওরছ মাহফিলে ভারত থেকে আগমন করেন, আল্লামা মাওলানা মোঃ ফরমান আলী রিজভী( মা: জি:আ:), বেঙ্গালুরু, ভারত ও হযরত মাওলানা মোঃ আব্দুল ছাত্তার নূরী,ভারত। তাশরিফ পেশ করেন,তরুন আলেমেদ্বীন হযরত মাওলানা মোঃ হাছান সিরাজী, প্রভাষক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আল কাদেরী, পীর হযরত মাওলানা আব্দুল জব্বার,, হাফেজ কারী শেখ শাহজাহান সরওয়ার, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, অধ্যক্ষ মাওলানা কাজী আবুল বাশার, মাওলানা মোঃ জসিম উদ্দিন ওয়াহেদী সুন্নী আল কাদেরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী।
সুন্নিয়ত ও তরিকত প্রসঙ্গে আলোচনা করেন, দরবার শরীফের শাহজাদাগণ, যথাক্রমে মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাছানী, মাওলানা ছৈয়্যদ রুহুল আমিন নোমানী আল হাছানী, মাওলানা মুফতি ছৈয়্যদ ছাবের আহমদ নোমানী আল হাছানী ও মাওলানা ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আল হাছানী আযহারী।
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওলানা মোঃ শাহিনুল ইসলাম, হাফেজ মোঃ মোশাররফ হোসেন ও মাওলানা মোঃ নূরে আলম নাঈম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আব্দুল রশিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন মিয়াজী, দপ্তর সম্পাদক মাজহারুল আনোয়ার, মাওলানা মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া, জেলা সদস্য মোঃ গোলাম কিবরিয়া, মাওলানা মোঃ মাহবুব রেজা, মাওলানা মোঃ কাজী মোঃ আল ইমরানসহ আরো অনেকে।
দরবার শরীফের তরিকত সংগঠন আঞ্জুমানে জমিয়তে আহলুস  সুন্নাহ মুরুব্বি কমিটি , আঞ্জুমানে জমিয়তে আহলুস  সুন্নাহ যুব কমিটি ও  আনজুমানে জমিয়তে আহলুস সুন্নাহ  ছাত্র কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতৃবৃন্দ সহ কয়েক হাজার আশেকান, ভক্ত এবং সুন্নি মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। ৮ ফেব্রুয়ারি
বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং আখেরী মোনাজাত , তাবারুক বিতরণের মধ্য দিয়ে ওরছ মাহফিলটি শেষ হয়।সংবাদ প্রকাশঃ ০৮০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ