কুমিল্লার প্রেমনল উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন 

সিটিভি নিউজ।।   এস.এম.মনিরঃ সংবাদদাতা জানান ===  কুমিল্লার লালমাই উপজেলার প্রেমনল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম মজুমদার এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপির কন্যা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারপার্সন নাফিসা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান-  শাখাওয়াত হোসেন মামুন,
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন,
মিম ফুড প্রোডাক্ট এর ম্যানেজিং ডাইরেক্টর- মোঃ ইসমাইল হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর এক্সি: ভাইস  চেয়ারম্যান মোঃ বাহার উদ্দিন মজুমদার, ডেলিসন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর- মোঃ সায়েদুল হক, বেলঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মন্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সদস্য মোঃ নজরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,
লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোঃ লিয়াকত হোসেন ভূঁইয়া,
দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক শাহিনুল ইসলাম শাহিন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব পেয়ার আহমেদ রিপন, প্রেমনল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম রিয়াজ প্রমুখ। অনুষ্ঠান প্রাণবন্ত সঞ্চালনা করেন প্রেমনল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান মামুন।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এমন আয়োজনের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।সংবাদ প্রকাশঃ ২২০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ