কুমিল্লার পাচথুবি ইউনিয়নের শালধর ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান ===
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাচথুবি ইউনিয়নের শালধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে বহিরাগতদের ধাওয়া-পাল্টাধাওয়ায় একজন আহত হয়েছেন।
প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন,সাড়ে ৯টার হঠাৎ করে বহিরাগতরা প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে চাইলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। আধা ঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু করেছি।
স্থানীয় ভোটার সাইফুল ইসলাম জানান, তিনি ভোট দিতে এসেছেন। কেন্দ্রে তার কাছেই ককটেল বিস্ফোরণ হওয়ায় তার হাত ও পায়ে কিছু অংশ পুড়ে যায়।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার বলেন,খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।সংবাদ প্রকাশঃ  ২৬-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email