কুমিল্লার আমোদ-এর উপদেষ্টা সম্পাদক মারা গেলেন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ====
দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ-এর উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বী ইন্তেকাল করেছেন।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন।
আমোদ সম্পাদক বাকীন রাব্বী গোমতী টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের নিউজর্জি রাজ্যের নেপচুন শহরের জার্জি শোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এক ছেলে, তিন মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বজনরা শামসুননাহার রাব্বীর আত্মার মাগফেরাতের জন্য সবার দোয়া চেয়েছেন।
১৯৫৫ সালে তিনি স্বামী মোহাম্মদ ফজলে রাব্বীর হাত ধরে কুমিল্লা থেকে আমোদ পত্রিকার প্রকাশনা শুরু করেন। শামসুননাহার রাব্বী পাঁচ দশকের বেশি সময় কুমিল্লায় সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করে আসছেন।
তিনি কুমিল্লায় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।সংবাদ প্রকাশঃ  ২৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email