কুমিল্লায় গণহত্যা- নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক ১১ তম পিজিটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

সিটিভি নিউজ।।    অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন যে শিক্ষকের বাসায় বই নেই সে অশিক্ষিত। এদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ সম্পর্কে তার ধারণা নেই। ধারণা নেই বলে তিনি বা তারা শ্রেণীকক্ষে পাঠদানে উৎসাহ পাননা। বাঙালিরা আত্মত্যাগী জাতি। আমাদের মুক্তিযুদ্ধ ধর্মান্ধতার বিরুদ্ধে। জিয়া মুক্তিযোদ্ধা হলেও ঘাতকদের নিয়ে রাজনীতি করেছেন। তাদের প্রতিষ্ঠিত করেছেন। জয় বাংলা মানে অগ্রযাত্রা। গণহত্যা জাদুঘর সত্যের পথে রাজনীতি করে। সত্যকে প্রতিষ্ঠিত করতে রাজনীতি করে। আমাদের সত্যের পথে এগোতে হবে। কুমিল্লায় মাসব্যাপী গনহত্যা- নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক ১১ তম পিজিটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
১১ আগষ্ট শুক্রবার বিকালে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে এ সমাপনী অনুষ্ঠান হয়। গণহত্যা নির্যাতন ও গবেষণা বিষয়ক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ , কোর্স সমন্বয়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর চৌধুরী শহিদ কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিচালক ডক্টর মনিরুজ্জামান শাহীন, বাংলা একাডেমীর লেখক ও গবেষক মামুন সিদ্দিকী । প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার ও তাসলিমা আক্তার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসির মামুন ।
সমাপনী দিনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মশিউর রহমান। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডক্টর মোঃ আবুল হোসেন ও ডক্টর চৌধুরী শহীদ কাদের।

সংবাদ প্রকাশঃ ১৩০৮২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ