কুবি’র নবনির্মিত শেখ হাসিনা হল উদ্বোধন

সিটিভি নিউজ।।         প্রেস বিজ্ঞপ্তি===   কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা হল শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩১  জুলাই ২০২২) সকাল ১১.০০ ঘটিকায় ফলক উন্মোচন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে  নবনির্মিত হল উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন । এ সময়
উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং মাননীয়
ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন,
বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, আইকিউএসি’র পরিচালক এবং কুবি শাখা ছাত্রলীগের
নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন,
আজ কুমিল্লা বিশ^বিদ্যালয়ের জন্য একটি আনন্দের দিন। আমরা আজ নবনির্মিত শেখ হাসিনা হল
উদ্বোধন করতে পেরেছি। আমাদের আনন্দ আরো বেশি হতো যদি আমরা আরো কয়েকদিন অপেক্ষা
করে হলটি উদ্বোধন করতে পারতাম, কিন্তু শিক্ষার্থীদের দূর্ভোগের কথা বিবেচনা করে নবনির্মিত
হলটি উদ্বোধনের ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলার গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার নামে এই হলটির নামকরণ করা হয়েছে যা আমাদের জন্য আনন্দের এবং গৌরবের।
আমাদের স্বপ্ন, এই হলটিকে মডেল হল হিসেবে তৈরী করা। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন যেমন
থেমে থাকে না তেমনি আমাদের এই হল ও অন্যান্য হলের উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকবে।
এই প্রকল্পটি বাস্তবায়নে যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিয়মনীতি মেনে হলে অবস্থান করবে এবং সুন্দর ও
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। আমি বিশ^াস করি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ শিক্ষা ও গবেষণার
মাধ্যমে নিজেরে উন্নতির প্রচেষ্টা চালাবে। আবাসিক সমস্যা লাঘব করার মাধ্যমে শিক্ষার্থীদের
বিদ্যাচর্চার পরিবেশ তৈরি করেছি, তোমরা এই সুবিধা ব্যবহার করে বিদ্যাচর্চার মাধ্যমে
কুমিল্লা বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিবে এবং বিশ^বিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে ভুমিকা রাখবে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে যারা কুমিল্লা বিশ^বিদ্যালয়ের
নবািনর্মিত হলের নামকরণ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয়
উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এতে আমরা গৌরবান্বিতবোধ করছি
এবং কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ইতিহাসে ইহা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার একক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় কুমিল্লা বিশ^বিদ্যালয়ও
এগিয়ে যাবে অনেকদূর।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু
কন্যা শেখ হাসিনা শুধুমাত্র একটি নামই নয়, তাঁর নামের সাথে জড়িয়ে আছে এই বাংলাদেশের
ইতিহাস। বঙ্গবন্ধুর নাম ও বাংলাদেশের সৃষ্টি যেমন ওতপ্রোতভাবে জড়িত তেমনি নতুন ও আধুনিক
বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নাম জড়িত। কুমিল্লা বিশ^বিদ্যালয় ভাগ্যবান যে
মাননীয় প্রধানমন্ত্রীর নামানুসারে নবনির্মিত হলের নামকরণ করা হয়েছে।
সবশেষে শিক্ষার্থীদের কাছে প্রতিকী চাবি হস্তান্তর করে উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে
নবনির্মিত শেখ হাসিনা হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ
এফ এম আবদুল মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্মিত হলের প্রভোস্ট মোঃ সাহেদুর রহমান। উল্লেখ্য, এটি কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ৫ম হল (ছাত্রীদের ২য় হল)। তিনটি ছেলেদের এবং দুটি  মেয়েদের।

সংবাদ প্রকাশঃ  ০১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ