কুবিতে “মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত শিক্ষক, কর্মকর্তাদের নিয়ে “মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়”- শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুন ২০২২) সকাল ১১.০০ ঘটিকায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। কী-নোট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারস এর অতিরিক্ত ডিআইজি মোছাঃ শেহেলা পারভীন। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ রশিদুল ইসলাম শেখ এবং কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, মানবসম্পদ পাচার একটি বৈশ্বিক সমস্যা। বিভিন্ন কারণে মানবসম্পদ পাচার ঘটে থাকে, যার দূর্ভোগ পোহাতে হয় গরীব ও দুঃস্থ জনগণকে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য গোষ্ঠী হচ্ছে মহিলা ও শিশু। বাংলাদেশে এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পুলিশসহ অন্যান্য সংস্থা যেমন মিডিয়া, এনজিও ইত্যাদি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি শিক্ষাপ্রািতষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এই সমস্যা কমানো বা দূর করার জন্য একটি বিশেষ দায়িত্ব রয়েছে। তাই মানব পাচার রোধে আয়োজিত এই ধরণের সেমিনার আমাদের জ্ঞান বৃদ্ধিসহ মানব পাচার রোধে বিভিন্ন ধরণের কৌশল নির্ধারণে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

সংবাদ প্রকাশঃ  ২৯-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email