কালীগঞ্জ সরকারি হাসপাতালে পাবলিক টয়লেট না থাকায় বিপাকে নারী শিশু প্রতিবন্ধী ও বয়স্করা

সিটিভি নিউজ।।   মানিক ঘোষ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:==========
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স এ বহিঃ বিভাগের রোগিদের বাথরুম না থাকার বিপাকে নারী শিশু প্রতিবন্ধী ও বয়স্করা। ৫০ শস্যবিশিষ্ট এই হাসপাতালে দূর্ভোগ পোহাতে হ”েছ প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আগত সাড়ে ৩ থেকে ৪ শতাধিক রোগী ও স্বজনদের। বহিঃবিভাগের রোগিদের জন্য প্রয়োজনীয় বাথরুম না থাকার সৃষ্টি হ”েছ বিরুপ পরি¯ি’তির । জরুরী প্রয়োজনে রোগিদের ব্যবহারের বাথরুম ও বাইরে কাজ সারতে বাধ্য হ”েছন তারা। কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার একমাত্র ভরসা সরকারি এই হাসপাতালটি। এখানে ঝিনাইদহ সদরের কিছু রুগীর চাপও লক্ষ করা যায়। প্রতিদিনই ঠান্ডা, জ্বর,শ্বাসকষ্টসহ নানা রোগ নিয়ে ছুটে আসছেন এই হাসপাতালে। এতে করে অতিরিক্ত রোগীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খা”েছ নার্সসহ চিকিৎসকরা । যে কারনে রোগিদের প্রচন্ড চাপের কারনে ডাক্তার দেখিয়ে ফিরতে অনেক সময় লাগে। হাসপাতালে আগত রোগীরা বলেন,হাসপাতালে পরিষ্কার পরি”ছন্নতারও অভাব রয়েছে। আর পুরুষ ও নারী ওয়ার্ডের বাথরুমের অব¯’াও বেশ খারাপ। যে কারনে বহিঃবিভাগের জন্য বাথরুম অতিব প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর
হোসেন জানান,উপজেলা পরিষদসহ আমি আমার দপ্তরকে বিষয়টি অবহতি করেছি। আশা রাখি একটা সমাধান হবে। কালীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স এ বহিঃবিভাগের রোগিদের কথা মাথায় রেখে বাথরুম ও ওয়াশ রুমের ব্যপারে যথাযথ কতৃপক্ষ সুবিবেচনা করবেন এমন প্রত্যাশা করেন ভুক্তভোগী সাধারন মানুষ।সংবাদ প্রকাশঃ  ১-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ