কাঁচপুর হতে আ’লীগের চাঁদাবাজ গ্রেফতার

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : র‌্যাব-১১ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যয় জেলার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার সময় আ’লীগের চাঁদাবাজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চাঁদাবাজ হলো, মাহবুব আলম @ কানন (৩৭)। সে জেলার সোনারগাঁ থানার কাঁচপুর সোনাপুর এলাকার বাবুল হোসেন এর ছেলে। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে চাঁদাবাজির নগদ ৩ হাজার ১’শ ৬০ টাকা উদ্ধার করেছে। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানায়, সে আ’লীগের কর্মী। স্থানীয় সরকার দলীয় চাঁদাবাজরা তাকে চাঁদা আদায়ের জন্য নিয়োগ করেছে।
র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবৎ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি দৈনিক ১০০ টাকা থেকে ১৫০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১৭-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ