কর অঞ্চল- কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০” উদযাপন 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    এমদাদুল হক সোহাগ  সংবাদদাতা জানান ===
কর অঞ্চল – কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০”পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটায় কুমিল্লা নগরীর নজরুল এভিনিউস্থ কর ভবন প্রাঙ্গনে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কর অঞ্চল -কুমিল্লার  কর কমিশনার জনাব মোঃ মাহবুবুর রহমান। দিবসটি উপলক্ষে বিগত বছরগুলোতে বর্নাঢ্য শোভাযাত্রা, টি শার্ট, প্রচারপত্র বিলি সহ নানা আয়োজন করা হতো। এবছর মহামারি করোনা ভাইরাসের কারণে শোভাযাত্রা ও বর্নাঢ্য আনুষ্ঠানিকতা করা হয়নি। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে “স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ”।
কর অঞ্চল -কুমিল্লার অধীন ৬টি জেলা যথা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা অফিসেও জাতীয় আয়কর দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কর অঞ্চল- কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার জনাব সাধন কুমার রায়, যুগ্ম কর কমিশনার জনাব মোহাম্মদ শাহ আলম, উপ কর কমিশনার, সদর দপ্তর ( প্রশাসন) জনাব মো: আরিফুল হাসান মজুমদার, অতিরিক্ত সহকারি কর কমিশনার জনাব মনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর অঞ্চল- কুমিল্লার কর কমিশনার জনাব মোঃ মাহবুবুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়করের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশকে উন্নত দেশ হিসেবে বিনির্মান করতে আয়কর দিতে হবে। এ বছর সরকার জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে করদাতাদের জন্য বেশ কিছু প্রণোদনা প্রদান করেছেন। তন্মধ্যে সকল করদাতাদের জন্য ৫০,০০০/- বেশী কর মুক্ত সুবিধা, ৫% তথা নিম্নহারে স্ল্যাব রেট, অপ্রদর্শিত জমি,দালান, এপার্টমেন্ট, নগদ ও সঞ্চয়ী অর্থ এর উপর নিম্নহারে কর প্রদান করে বৈধতা নেয়ার সুবিধা উল্লেখযোগ্য। তিনি সম্মানিত করদাতাদের যথাসময়ে রিটার্ন দাখিল এবং কর অঞ্চল -কুমিল্লার সেবা গ্রহণ করার আহবান জানান।সংবাদ প্রকাশঃ  ৩০১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email